অনলাইন ডেস্ক> মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়টা মোটেই ভালো যাচ্ছে না, তা বলাই যায়। তবে সম্প্রতি টুইটে তাঁর শেয়ার করা ছবি দেখলে তা মনে হবে না।
নিজের একটি ছবি পোস্ট করেছেন ট্রাম্প। আর টুইটারের সেই ছবি মনে করিয়ে দিয়েছে সিলভারস্টার স্ট্যালনের ‘রকি থ্রি’ ছবির কথা। ছবিতে দেখা যায় ট্রাম্পের কঠিন পেশি ও পেটানো চেহারা। আর দাঁড়ানোর সেই স্টাইল। তবে শুধু মুখের দিকে তাকালেই বোঝা যাবে পার্থক্যটা। কাল্পনিক চরিত্র বক্সার রকি বালবোয়ার বেশে ট্রাম্পের নতুন ছবি টুইটারে ঝড় তুলেছে।

‘রকি থ্রি’ ছবিতে বক্সারের বেশে সিলভারস্টার স্ট্যালনের মতো ছবি ডোনাল্ড ট্রাম্প পোস্ট করেছেন। ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। ছবি: ট্রাম্পের টুইট থেকে নেওয়া